ডেস্কঃ
মো বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের আলহাজ্ব ডালিম উদ্দিন আহাম্মদ মহিলা দাখিল মাদ্রাসা। যা স্থাপিত হয় ১৯৯৭ সালে। এই নামমাত্র প্রতিষ্ঠানটিতে নেই কোন শিক্ষার পরিবেশ, নেই নিয়মিত কোন ছাত্রী, একটি ভাঙ্গা ঘর, বসার জন্য ৩/৪ টি বেঞ্চ আর নামমাত্র সাইনবোর্ড সম্বলিত একটি অফিসকক্ষ ছাড়া আর কিছুই নেই প্রতিষ্ঠানটিতে। মাঝে মাঝে বিশেষ দিবস গুলোতে কয়েকজন ছাত্রীর উপস্থিতি দেখা গেলেও তারাও নাকি অন্য প্রতিষ্ঠান থেকে ধার করে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ি আলমগীর ইসলাম জানালেন,স্বচ্ছতা ও নীতিনৈতিকতা বিহীন একটি ম্যানেজিং কমিটি নামমাত্র প্রতিষ্ঠানটি পরিচালনা করছে দীর্ঘদিন থেকে। সম্প্রতি মাদ্রাসাটি এম পি ও ঘোসনা হওয়ার পর কমিটি অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে, পুর্বের তারিখ দেখিয়ে নিয়োগ দিয়েছে বেশ কিছু ব্যক্তিকে,যার মধ্যে কমিটির পরিবারের সদস্য রয়েছে ৩ জন। শুরু থেকেই যারা কর্মরত ছিল এরা টাকা দিতে না পারায় তাদের বাদ দিয়ে মোটা অংকের বিনিময়ে নতুনদের নিয়োগ দেয়া হয়েছে। আলমগীর আরো জানান,, ২০১৯ সালের ব্যান বেইজ জরীপে প্রদত্ত শিক্ষক ও কর্মচারীর তালিকার সাথে বর্তমান এম পি ও ভুক্তির ফাইল প্রেরনের তালিকা মিলালেই নিয়োগ বানিজ্যের সত্যতা পাওয়া যাবে।। এছাড়াও অন্য প্রতিষ্ঠান থেকে পাস করা ছাত্রীদের এনে এখানে নবম শ্রেণিতে রেজিষ্ট্রেশন করিয়ে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করানো হয় বলেও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন আলমগীর। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে স্থানীয়রা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেব।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..