আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের সানোড়া এলাকায় লকডাউন উপেক্ষা করে সরকারী জমির মাটি কাটার অপরাধে দুইটি ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সামিউল হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি ) অন্তরা হালদার। এ সময় মাটি বহন করা ৫টি ট্রাকের গ্লাস ও ভেঙে ফেলা হয়।
ধামরাই উপজেলার সানোড়া এলাকায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে ভেকু দুইটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকার ধামরাইয়ের সানোড়া এলাকায় প্রায় চার মাস যাবত দুইটি ভেকু দিয়ে ব্যক্তি মালিকানা জমির পাশাপাশি সরকারী জমির মাটি কাটার অভিযোগ উঠলে প্রথম থেকেই উপজেলা প্রশাসন সরকারী জমির মাটি কাটা নিষেধ করেন । কিন্তু প্রভাবশালীদের অদৃশ্য শক্তির বলে কোন ভাবেই বন্ধ করেনি সরকারী জমির মাটি কাটা।
অন্যদিকে, লকডাউনের এই কঠিন সময়ে মাটি বহন করা ট্রাক চালকের সাথে স্থানীয়দের সকালে মারামারির ঘটনা ঘটে । এ নিয়ে দু-দফায় ঘটনাস্থলে যায় পুলিশ । পরে ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয়রা।
অবশেষে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সামিউল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি ) অন্তরা হালদার ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার দুইটি ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং মাটি বহন করা পাচটি ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলেন।