সিরাজগঞ্জ থেকে সুরঞ্জিত সরকার
ঘটনার বিবরণীতে জানা যায় যে রায়গঞ্জ থানাধীন লক্ষীকোলা মৌজার শেষ অংশে পাকা রাস্তায় থাকা সরকারি বড়বট গাছ কাটায় এমন জঘন্যতম ঘটনা ঘটেছে। ১৫/৪/২০২১ ইং তারিখে বিকাল ৩:৪৫ ঘটিকায় কাউন্সিলর সুলতান মাহমুদ গংরা সরকারি গাছ অবৈধভাবে কাটতে থাকে।অবৈধ গাছ কাটায় স্থানীয় বাসিন্দা আঃসাত্তার সহ অনেকে বাধাদেয় যার ফলে কাউন্সিলর সুলতান মাহমুদ গংরা রাগান্বিত হয়ে এলোপাথাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে।ফলে দায়ের কোপে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনা জানাজানি হলে সেখানে সাংবাদিক গোলাম মুক্তাদির, জিল্লুর রহমান,রেজাউল করিম, সুরঞ্জিত সরকার,মানবাধিকার কর্মী মুজাহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত হয়।সাংবাদিকদের সুলতান মাহমুদ গংরা আরও রাগান্বিত হয়ে তাদের ও এলোপাথাড়ি ভাবে রামদা দিয়ে কোপাতে থাকে।এক পর্যায়ে সাংবাদিক গোলাম মুক্তাদির, জিল্লুর রহমানসহ মানবাধিকার কর্মী মুজাহিদুল ইসলাম সহ অনেকে গুরুতর আহত হয়।
এই বিষয়টি পুর্বে এসিল্যান্ড কে জানালে তিনি কোন ব্যবস্থা না নেওয়া কারনে এমন ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিকগণ। পরবর্তীতে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের হয় যা রেকর্ড করা হয়েছে।রায়গঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাবের সকল সাংবাদিক গন আসামী সুলতান মাহমুদ গংদের গ্রেফতারের দাবী জানিয়েছে। অন্যথায় সাংবাদিক নির্যাতন কারীদের গ্রেফতার না হলে কর্মবিরতি ও মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।জানতে আমাদের সঙ্গে থাকুন ।
Surjodoy.com