আবুল কালাম আজাদ (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া চুনতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের ১নং ব্লকের সরকার কর্তৃক বানিয়ে দেয়া আশ্রয়কেন্দ্রের ১০ টি বাড়ি পুড়ে ছাই, প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি।
১৮ এপ্রিল বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে বলে জানান আশ্রয় কেন্দ্রর বাসিন্দা ফরিদুল আলমের রান্নার ঘর থেকে আগুনের সুত্র পাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর প্রচেষ্টায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন, ওই আশ্রয়ণ প্রকল্পের এক নম্বর ব্লকের বাসিন্দা ফরিদুল ইসলাম, আবদুল আমিন, আবুল কালাম, আবু তাহের, মাবিয়া খাতুন, আনোয়ার বেগম, আয়েশা বেগম, রওশন আক্তার, শাহ আলম এবং মাহমুদা খাতুন।
বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিছে অসহায় অবস্থায় মানবতার দিনযাপন করছেন।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দিন বাবর জানান তারা এখন সব কিছু হারিয়ে নিঃশ্ব হয়ে গেছে, এলাকার সকল সামর্থ্য বান ব্যক্তি ও স্হানীয় প্রসাসনকে এগিয়ে আসার আহবান জানান।
Leave a Reply