
নিজস্ব প্রতিবেদকঃ-
হাওয়া আক্তার ওয়ার্ড নেত্রোকোনা জেলার মদন উপজেলার ৬নম্বর তিয়শ্রী ইউনিয়নের ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য।
তবে তিনি সেখানকার ভোটার না বলে দাবি করছেন ওই ওয়ার্ডের এক বাসিন্দা। তিনি হাওয়া আক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। একই ইউনিয়নের কাওয়ালীবিন্নি গ্রামের কাছুম চৌধুরীর স্ত্রী আনহার আক্তার গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার ৬নম্বর তিয়শ্রী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড কাওয়ালীবিন্নী গ্রামের ভোটার মোছা. হাওয়া আক্তার। ২০১৬ সালের অনুষ্টিত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে তিনি ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে নির্বাচিত হন। এরপর থেকেই তিনি পরিষদে তার দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি তিনি ভোটার এলাকা পরিবর্তন করে উত্তর বালালী এলাকার ৮নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন। স্থানান্তর হয়ে ৮নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার পরেও তিনি ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে ইউনিয়ন পরিষদে দায়িত্বে থেকে সকল ধরণের সুযোগ-সুবিধা নিচ্ছেন।
এ ব্যাপারে সংরক্ষিত ইউপি সদস্য হাওয়া আক্তার বলেন, ‘আমি ভোটার এলাকা পরিবর্তন করার জন্য আবেদন করেছিলাম। এখনো হয়েছে কি না তা জানি না। যারা এ বিষয় নিয়ে লিখিত অভিযোগ করেছে তাদেরকে দেখে নিবো আমি।’
ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ বলেন, ইউপি সদস্য হাওয়া আক্তারের ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি আমার জানা নেই।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.হামিদ ইকবাল জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন,অভিযোগ প্রেক্ষিতে এবিষয়ে স্থানীয় সরকার ব্যবস্থা নেবেন ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি নীতিমালা অনুযায়ী তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply