কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে ২টিএসিআই কোম্পানির কম্বাইন হারভেস্টার (ধান কাটার ) মেশিন বিতরণ করা হয়েছে। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের কাছে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম ও কৃষিকর্মকর্তাসহ প্রমুখ।
এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বলেন,কৃষকের উন্নয়নে এবং তার ফসল যথাসময়ে বাড়ি নেওয়ার জন্য সরকার ৫০% ভর্তুকি দিয়ে কৃষি প্রযুক্তি কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে। সরকারের এই আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা আসা করছি এসিআই কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের ফলে কৃষকদের কষ্ট লাঘব হবে এবং তারা খুব দ্রুত তাদের ধান ঘরে তুলতে পারবে।
উল্লেখ্য, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এসিআই কোম্পানির ৪টি কম্বাইন হারভেষ্টার মেশিন ৫০% ভর্তুকি দিয়ে বিতরণ করা হয়েছে।
Leave a Reply