কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর আল আমিন দাখিল মাদরাসা সুপার শরীফ উদ্দীন মাজহারী সংবাদ সম্মেলন করেছেন। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বুধবার বেলা ১১টায় মাদরাসা অফিস রুমে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুপার বলেন,“চাকুরি নাই বেতন আছে”শিরোনামে দৈনিক কালের কণ্ঠ অনলাইন এবং “জামায়াত নেতা মাদরাসা সুপারের চাকুরী না থাকলেও বেতন আছে” এমন শিরোনামে সোনার দেশ অনলাইসহ বিভিন্ন অনলাইন নিউজ পেপার ও কয়েকটি পত্রিকায় তাকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে।
সংবাদে তাকে জামায়াত নেতা ও জেএমবি অখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়েছে। কোন রাজনৈতিক দল বা নিষিদ্ধ কোন সংগঠনের সাথে জড়িত নাই দাবি করে প্রকৃত ঘটনা তুলে ধরে বলেন,১৯৯৪ সালের ১জানুয়ারী উক্ত দাখিল মাদরাসায় সুপার পদে যোগদান করে চাকুরি করে আসছেন।
এরই মাঝে প্রয়াত এমপি ইসরাফিল আলম এর মদদে ও স্থানীয় কু-চক্রী মহলের যোগসাজসে ২০১৬ সালের ১৩ জুলাই রাতে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে “মিথ্যা: মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। সেই সুত্র ধরে উক্ত সালের ২৩ জুলাই বোর্ডের কোন অনুমোদন না থাকলেও বিধি বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করে যাহা মাদরাসা শিক্ষা বোর্ড অুনমোদন করে নাই।
তৎকালীন সময়ে প্রয়াত এমপি’র বিশেষ প্রভাবে সুপার পদে যোগদান করতে পারেন নাই দাবি করে তিনি আরো বলেন,পরবর্তীতে সকল কিছু সঠিক থাকায় চলতি মাসের ১২ তারিখে কর্তৃপক্ষ তাকে স্ব-পদে পূর্ণবহাল করেন। প্রকাশিত সংবাদে তিনি ব্যক্তিগত,প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে হেও প্রতিপন্ন হয়েছেন জানিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় সংবাদ সম্মেলনে উক্ত মাদরাসার সহ-সুপার রফিকুল ইসলাম,সিনিয়র শিক্ষক মামুনুর রশিদ,শিক্ষক নুরুল ইসলাম,রুহুল আমিন ও অফিস সহকারী বুলেট হোসেন উপস্থিত ছিলেন।