নিজস্ব প্রতিবেদক
ব্যাংকার মোর্শেদ চৌধুরীর
আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজনরা। এজন্য প্রধানমন্ত্রীর সহায়তা দাবি করেছেন তারা।
শনিবার (২৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন নিহত বাংকার আবদুল মোর্শেদ চৌধুরীর স্ত্রী ইশরাত হাজান, মা নুর নাহার, কন্যা মোবাশ্বিরা জাহান চৌধুরী জুম ও ভাই আরশাদ।সংবাদ সম্মেলনে আবদুল মোর্শেদ চৌধুরীর পরিবার লিখিত বক্তব্যে জানান, হুইপপুত্র শারুন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চুর দলবলসহ প্রবাহিত চাপ, দুমকিও হামলার কারণ নিরুপায় হয়ে আবদুল মোর্শেদ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ওই চক্র আবদুল মোর্শেদ ও তার পরিবারের সদস্যদের পাশাপার্টও কেড়ে নিয়েছে।
স্ত্রী ইসরাত জাহান চৌধুরী বলেন, ‘আমার স্বামী গত ৭ এপ্রিল আত্মহত্যা করেন। তার আত্মহত্যার প্রায় আড়াই সপ্তাহ পার হয়ে গেলেও অপরাধীদের কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।
সকল তথ্য-প্রমাণ থাকার পরও অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না। এ সুযোগে আমার পরিবারের সদস্যদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।’
তিনি জানান, ‘গত ৮ এপ্রিল কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে চিটাগাং চেম্বারের সাবেক পরিচালক জাবেদ ইকবাল,
তার ভাই পারভেজ ইকবাল এবং নাইম উদ্দিন সাকিব ও যুবলীগ নেতা শহীদুল হক চৌধুরী রাসেল রয়েছেন। তার স্বামীর আত্মহননের আগে হুইপপুত্র শারুন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চু দলবল নিয়ে তার বাসায় হামলা চালান। বিষয়টি নিয়ে থানায় জিডি করেছিলেন তিনি।নিহতের মা নুর নাহার বলেন,
‘আমার চার সন্তানকে সঠিকভাবে মানুষ করেছি। তারা সকলে সম্মানের সঙ্গে সমাজে বসবাস করলেও এলাকার কিছু অপরাধী আমার ছেলেকে বাঁচতে দেয়নি। তারা আমার ছেলের বউ ও নাতিকে আসহায় করেছে।’
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..