
নিরেন দাস,জয়পুরহাটঃ-
যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলা, পেশাদারিত্ব অর্জন, সাধারণ মানুষের জানমালের হেফাজতের লক্ষে জয়পুরহাট জেলা পুলিশের ১৩ টি কুইক রেসপন্স টিম (QRT) টিম গঠন করা হয়েছে।
গত ১১ এপ্রিল হইতে শুরু হওয়া ২২ জন পুলিশ সদস্য দ্বারা গঠিত প্রতিটি টিমের “রায়ট, ক্রাইম কন্ট্রোল টেকনিকস, আর্মস হ্যান্ডেলিং, আগ্নেয়াস্ত্রের ব্যাবহার” ইত্যাদি প্রশিক্ষণ চলমান রয়েছে।
জয়পুরহাট জেলা পুলিশের এমন টিম গঠন করা নিয়ে অপরাধী চক্র চরম আতংকে থাকলেও সাধারন জনগণ জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আসছে।
জয়পুরহাট জেলা পুলিশ সূত্রে জানাগেছ, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম’র উদ্যোগে পুলিশের এ প্রশিক্ষণ কার্যক্রম ১১ এপ্রিল থেকে শুরু করা হয়।
২২ সদস্য বিশিষ্ট প্রশিক্ষিত ১৩ টি টিম দ্বারা জেলার সকল প্রকার অপরাধ দমনে তারা নিরলস লাভে কাজ করবে বলে জানা যায়। আরও জানা যায়
QRT টিম প্রয়োজনীয় অস্ত্র, গুলি ও রায়টিং সামগ্রী নিয়ে পুনর্বহালকরণ পরিকল্পনা (Reinforcement Plan) অনুযায়ী নিয়োজিত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply