নিরেন দাস,জয়পুরহাটঃ-
বৈশিক মহামারি কোভিট-১৯ করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করায় জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ রা মে) সকালে জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন আয়োজনে পৌর শহরের কেদ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুর মোড় জিরো পয়েন্টে এসে শেষ হয়।
উক্ত স্থানেই জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণ-পরিবহণ চালু,শ্রমিকদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদানের তিন দফা দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতা ইকবাল হোসেন,আলমঙ্গীর হোসেন আলম, রাশেদ আহন্মেদ মিলন, আজাহার আলী,তুহিনসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব বৃন্দ ও সদস্যরা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..