কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ৩ দিনের প্রবল বর্ষণে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। রাজারভিটা, পুটিমারী কাজলডাঙ্গা, হাটিথানা, রমনা গুড়াতিপাড়া, পাত্রখাতা, ফকিরেরহাট, কাঁচকোল খামার, মজারটারী, উত্তর খাউরিয়া, দক্ষিণ খাউরিয়া, ফেইচকা, বৈমনদিয়ারখাতা, মুাদাফৎকালিকাপুর এলাকার বাড়ীঘরে পানি উঠায় এসব এলাকার লোকজন পানি-বন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে। পানি বন্দি মানুষেরা পাউবো বাঁধে, রাজারভিটা ফাযিল ডিগ্রী মাদ্রাসা, কেসি সড়কে আশ্রয় নিয়েছে। পাউবো বাঁধের সংস্কার কাজ সমাপ্ত না হওযায় যে কোন মুহুর্তে ভেঙ্গে গিয়ে উপজেলা সদরসহ ব্যাপক এলাকা প্লাবিত হওয়ার আশংকায় এলাকাবাসী উৎকণ্ঠায় রয়েছে। পাউবো জানায় গত ১২ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।