মারুফ হাসান(পাঁচবিবি)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের ধাক্কায় বাবুল করিম (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বটতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল করিম পাঁচবিবি উপজেলার আয়মারসূলপুর জামালপুর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে। এঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান (২৬) গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত বাবুল করিম জয়পুরহাট শহরের পূর্ববাজারে দোকানে কাপড়ের ব্যবসা করতেন। ঈদের বাজারে অনেক রাত পর্যন্ত বেচাকেনা করে বাবুল তার শ্যালক আব্দুর রহমানকে নিয়ে মোটরসাইকেল যোগে রাত সাড়ে ৩ টার দিকে বাড়িতে যাচ্ছিলেন। এসময়ে পাঁচবিবির বটতলী এলাকায় আসলে দাঁড়ানো একটি অবৈধ মেসি ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে অপরদিক থেকে আসা আর একটি অবৈধ মেসি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে বাবুল করিম নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব দৈনিক সূর্যোদয়কে জানান, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply