কাজী মোতাহার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ঈদের পোশাক কেনার জন্য টাকা না পেয়ে বাবা- ভাইয়ের সাথে অভিমান করে দশম শ্রেণীর ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
Surjodoy.com
বুধবার (১২ মে ২০২১) দুপুর দেড়টার সময় উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাওতি পাড়া গ্রামের মোঃ আব্দুল রশিদ শেখের মেয়ে, আতিয়ার রহমান বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ রতনা খাতুন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।নিহতের ভাই সেলিম শেখ জানান,
The Daily surjodoy
ঈদের পোশাক কেনাকাটার জন্য বাবা ও ভাই নিকট ৫ হাজার টাকা চাইলে আমরা দিতে না পারাতে আমার ছোট বোন গলায় ফাঁস নেয়, পরে আমরা ঘটনা ঠিক পেয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কতর্বরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। এ বিষয়ে কুমারখালী থানা
The Daily surjodoy
অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ঈদের পোশাক কেনাকাটার জন্য বাবা ও ভাই নিকট ৫ হাজার টাকা চাইলে দিতে না পারলে আত্মহত্যা করে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply