রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
Facebook Twitter share
কুড়িগ্রামের রাজারহাটে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হতদরিদ্র পরিবারদের জন্য জিআর ও ভিজিএফর ঈদ উপহার হিসাবে ৪০০ ও ৪৫০ টাকা জাল টিপ সই দিয়ে উত্তোলনের অভিযোগ ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
Surjodoy.co.
রাজারহাট উপজেলা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম দেবোত্তর গ্রামের মোছাঃ মর্জিনা বেগম, পিতাঃ আব্দুল হাই, মোছাঃ রফিকা বেগম, স্বামী আবু সুফিয়ান, মোছাঃ ঝরনা বেগম, স্বামী আব্দুর রাজ্জাক, মোছাঃ মমেনা বেগম, স্বামী মৃতঃ আব্দুল আজিজ, মোছাঃ সালেহা বেগম, স্বামী মৃতঃ ফয়জুল হক।
The Daily surjodoy
ভুক্তভোগীরা বলেন, আমরা পরিষদে যাওয়ার আগেই চেয়ারম্যান তার লোকদের দিয়া আমাদের নামের জাল টিপ দিয়ে টাকা উত্তোলন করেন। ভুক্তভোগীরা আরো বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার গরীব মানুষের হক। সেই হক চেয়ারম্যান মারিং কাটিং করি খায়, আল্লাহ সহ্য করবে না।
The Daily surjodoy
এ বিষয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন রশীদ বলেন, ইউনিয়ন পরিষদের মাস্টার রোলে তালিকায় একাধিক ভুক্তভোগীদের নাম আছে টাকা নেই।
The Daily surjodoy
এ বিষয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার মুঠোফোনে প্রতিবেদককে জানান মাস্টাররোল চেক করা হয়নি আগামীকাল দেখব।