কাজী আনিছুর রহমান,রাণীনগর উপজেলা প্রতিনিধিঃ
Facebook Twitter Instagram share
নওগাঁর রাণীনগর থানাপুলিশের সহায়তায় জীবন বাঁচল আত্মহত্যা চেষ্টাকারী শরিফ উদ্দীনের (৩৫)। বিষপান করে ছটফট করছিল শরীফ। এসময় তাকে হাসপাতালে পৌছতে কোন গাড়ী না পেয়ে গাড়ী পেতে
Surjodoy.com
জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯-এ ফোন করেন স্থানীয়রা। নেবা সেন্টার থেকে তথ্য পেয়ে রাণীনগর থানাপুলিশ দ্রুত গাড়ী পাঠিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয় শরীফকে। ফলে জীবন বাঁচে আত্মহত্যা চেষ্টাকারী শরিফ উদ্দীনের। ঘটনাটি ঘটেছে রবিবার রাত অনুমান সাড়ে ১০টায় উপজেলার বড়বড়িয়া গ্রামে।
The Daily surjodoy
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,ওই গ্রামের মৃত মাজেদুর রহমানের ছেলে শরিফ উদ্দীন পারিবারিক কলহের জ্বের ধরে বিষপান করে ছটফট করছিল। এসময় লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য কোন যানবাহন পাচ্ছিলনা। নিরুপাই হয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করেন।
The Daily surjodoy
এর পর সেবা সেন্টার থেকে রাণীনগর থানা পুলিশকে অবহিত করলে সাথে সাথে থানাপুলিশ গাড়ী পাঠিয়ে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। খুব অল্প সময়ে গাড়ী দিয়ে তাকে হাসাপাতালে পৌছে দেয়ায় বিষক্রিয়া শরীরে বিস্তার করার আগেই চিকিৎসা দিতে পারায় দ্রুত সুস্থ্য হয়েছেন শরীফ উদ্দীন। ফলে মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি। চিকিৎসা শেষে সোমবার বিকেলে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
Leave a Reply