আব্দুল মজিদ মল্লিক আত্রাই উপজেলা প্রতিনিধিঃ
Facebook Twitter Instagram share
নওগাঁর আত্রাই নদীর উপর নবনির্মিত আত্রাই সেতু বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণদ হয়েছে। বিশেষ বিশেষ দিনে উৎসব মুখোর হয়ে থাকে এ সেতুটি।
Surjodoy.com
আত্রাই বেইলি ব্রিজের পশ্চিম দিকে আত্রাই নদীর ওপর নির্মাণ করা হয়েছে দৃশ্যমান এ সেতু। উদ্বোধন করা না হলেও ঈদের কয়েক দিন আগেই জনদুর্ভোগ লাঘবে যানবাহন চলাচলের জন্য উমুক্ত করে দেয়া হয় এ সেতুটি। সেতুটি উমুক্ত করে দেয়ার পর থেকেই প্রতিদিন বিনোদন প্রেমীদের পদচারণা মুখোরিত হয়ে উঠে এ সেতু।
The Daily surjodoy
গত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত এ সেতু। তাদের মাঝে ছিলনা স্বাস্থ্য বিধির কোন হিসাব নিকাশ। করোনার কোন ভয় নাই, করোনাকে যেন জয় করেই তারা এ বিনোদন স্পটে ভীড় জমান। নতুন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠে এ সেতু।
The Daily surjodoy
এক পর্যায় তরুণ তরুণীদের ভীড় এড়াতে সেতুতে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে এ সেতু ছাড়াও আত্রাইয়ের শুকটিগাছা রাবারড্রাম ও পতিসর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতেও বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড় থাকে লক্ষণীয়।