1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
প্রেমিকাকে কোলে তুলে রাহুল গান্ধীর পোজ! আসল ঘটনা কি?
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

প্রেমিকাকে কোলে তুলে রাহুল গান্ধীর পোজ! আসল ঘটনা কি?

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৪.০৬ পিএম
  • ২৪৩ বার পঠিত

রেখা আহম্মেদ নিজস্ব প্রতিবেদকঃ

Facebook Twitter Instagram share
সম্প্রতি ভারতের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হয় ২০১৫ সালের একটি ইংরেজি রোমান্টিক সিনেমা ‘ফিফটি শেডস অব গ্রে’। তার পর থেকেই দেশটির একাংশের মনে একটাই প্রশ্ন,

Surjodoy.com
এই সিনেমার নায়ক কি রাহুল গান্ধী কিনা! ছবির একটি দৃশ্য এরইমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তা দেখে হতবাক নেটিজেনরা। কেউ কেউ একধাপ এগিয়ে বলছেন, ‘রাহুল গান্ধীর আবার একটা প্রেমিকাও রয়েছে তাহলে!

Surjodoy.com
আসল বিষয় হচ্ছে, জনপ্রিয় সিনেমা ফিফটি শেডস অব গ্রে’র অভিনেতা জেমি ডর্নন দেখতে অনেকটাই রাহুল গান্ধীর মতো। ফলে সিনেমার দৃশ্যে ডর্ননকে দেখে তাকে রাহুল বলে গুলিয়ে ফেলছেন তারা। আবার কেউ কেউ কেবল মাত্র মশকরা করার জন্য ট্রেন্ডের সঙ্গে পা মেলাচ্ছেন।

Surjodoy.com
টুইটারে দাবি উঠেছে, জেমির সঙ্গে চেহারার মিল রয়েছে রাহুলের। একজন পোস্ট করেছেন যে, তার মাকে ছবির একটি দৃশ্য দেখাতেই তার মা বলে উঠেছেন, এ কী, রাহুল গান্ধীর প্রেমিকা আছে জানতামই না! আবার অনেকেই মশকরা করে লিখেছেন, রাহুল গান্ধীরও প্রেমিকা রয়েছে কিন্তু আমার নেই।

Surjodoy.com
যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে জেমি ডর্নন অভিনীত চরিত্র ক্রিস্টিয়ান গ্রে কোলে তুলেছেন ডাকোটা জনসন অভিনীত অ্যানাস্টেশিয়া স্টিলকে। ছবিটি পোস্ট করে জনৈক ব্যাক্তি কংগ্রেসের নেতাকে উল্লেখ করে লিখেছেন, এ সব কী আচরণ!

Surjodoy.com
আবার অনেক মেয়েই নিজেকে রাহুলের স্ত্রী বলে দাবি করে লিখেছেন, তিনি এ সব একদম পছন্দ করছেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews