মিজানুর রহমান মিজূ নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
আখাউড়া সীমান্তপথে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত আরো ৩ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভারত ফেরত এই ৩ বাংলাদেশীর দেহে নমুনা টেস্টের ফলাফলে কোভিড-১৯ পজিটিভ আসে।
Surjodoy.com
জানা যায়, এসব বাংলাদেশী প্রায় ২ মাস আগে ভারতের চেন্নাই সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এর আগে একই পথে ভারত থেকে আসা আরো দুজনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। এই নিয়ে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত ৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়।
The Daily surjodoy
নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৩ জন হলেন- ঢাকার মোহাম্মদপুরের এক তরুণী (২৭), গাজীপুরের এক ব্যক্তি (৫৪), বগুড়ার এক নারী (৪৯)। এদের মধ্যে দুজনকে ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি মেডিকেল কলেজ হাসাপাতালে,
The Daily surjodoy
একজনকে একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গত ১৩ ও ১৪ই মে ভারত ফেরত এসব বাংলাদেশী স্থলপথে আখাউড়া ইমিগেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসলে করোনা টেস্টের জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়।
The Daily surjodoy
গতকাল ওই তিনজনের রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। তবে তাদের করোনা ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা সিকোয়েন্সিং পরীক্ষার জন্য তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।
The Daily surjodoy
আখাউড়া ইমিগ্রেশনের সূত্রটি আরো জানায়, ভারত থেকে ভুয়া করোনা নেগেটিভ সনদ নিয়ে অনেকে এই সীমন্ত পথ দিয়ে বাংলাদেশে আসছে।