রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter Instagram share
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে একদিনের ফুটফুটে নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শিশুকে এক নজর দেখোর জন্য লোকজন ভীর করছেন।
Surjodoy.com
আজ শুক্রবার (২১ মে) ভোররাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট এলাকায় একটি ভুট্টাক্ষেত কান্নার শব্দ শুনে নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত সদ্য নবজাতক বাচ্চাটি কন্যাসন্তান।
The Daily surjodoy
পুলিশ জানায়, শুক্রবার ভোরে কে বা কারা ভুট্টা ক্ষেতে নবজাতক শিশুটি ফেলে রেখে যায়। সকালে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে লোকজন যাওয়ার সময় দেখতে পায় সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির কান্নারত অবস্থায় শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
The Daily surjodoy
ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাচ্চাটি উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার পর আবার থানায় নিয়ে আসেন।
The Daily surjodoy
জগতবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবিবর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন ,ওই শিশুর বাবা ও মায়ের সন্ধান করা হচ্ছে।
The Daily surjodoy
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার মা-বাবার সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, উপজেলা সমাজ সেবার মাধ্যেমে শিশুকে হস্তান্তর করা হবে।