কুড়িগ্রাম প্রতিনিধি:
Facebook Twitter share
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী এলাকায় নিজের ট্রাক্টর এর ডালা খুলে মাথায় পড়ে জাহিদ হাসান (২২) নামের এক ট্রাক্টর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত জাহিদ হাসান চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের মহিয়ার উদ্দিনের পুত্র।
Surjodoy.com
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে নিজস্ব ট্রাক্টর গাড়ি যোগে ইট নিয়ে যাচ্ছিলেন সাহেবের আলগার উদ্দেশ্যে। পথিমধ্যে গাছবাড়ী এলাকায় গাড়িটির সমস্যা দেখা দিলে গাড়ি থেকে নেমে নিজেই সারানোর চেষ্টা করে।এসময় ট্রাক্টরের পেছনের ডালা খুলে তার মাথায় পড়ে গুরুত্ব আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে
The Daily surjodoy
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ব্রহ্মপুত্র নদে নৌকা যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় দুপুর ২টার দিকে তিনি মৃত্যু বরন করেন।
Leave a Reply