কুড়িগ্রাম প্রতিনিধি :
Facebook Twitter share
কুড়িগ্রামে পুলিশ সুপারের নির্দেশনায় একাধিক মামলার আসামী মফিজুল ইসলাম (৩৮) ও তার সহযোগি আবু তাহের মেজবাকে (৩৪) আটক করেছে পুলিশ। আটক মফিজুলের বিরুদ্ধে কুখ্যাত মাদক ব্যবসায়ী, গণর্ধষণ ও জোড়া খুনসহ ৭টি মামলা রয়েছে।
Surjodoy.com
আটক মফিজুল ইসলাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের সরাভোগরাম এলাকার আব্দুল জব্বারের পূত্র।এবং আবু তাহের মেজবা মোগলবাসা ইউনিয়নের সেনেরখামার গ্রামের মৃত: কফিল উদ্দিনের পূত্র।
The Daily surjodoy
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজুল ওরফে মোখলেস ওরফে চেয়ারম্যান এবং তার সহযোগী আবু তাহের মেজবাকে মাদকসহ আটক করে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে হেরোইন, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও একটি মোটর সাইকেলসহ তাদেরকে আটক করা হয়।
আসামী মফিজুল শহরের কেতার মোড়ে রেল ব্রীজ সংলগ্ন সেচপাম্পের কাছে চাঞ্চল্যকর কিশোর-কিশোরী হত্যা ও গণধর্ষণ মামলার চিহ্নিত আসামী।
The Daily surjodoy
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, অপরাধী যেই হোক ধরা তাকে পড়তেই হবে। মাদক নির্মুলে পুলিশ কঠোর ভূমিকা পালন করছে। মাদক কারবারিসহ কোন অপরাধীকে ছাড় নয়।
—
Leave a Reply