কুড়িগ্রাম প্রতিনিধি :
Facebook Twitter share
নানা আয়োজনে কুড়িগ্রাম জেলা বাইকার্স ক্লাবের উদ্যোগে রংপুর বিভাগের ১৩টি বাইকার্স ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গেট টুগেদার, বনভোজন, ফটো কনটেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
Surjodoy.com
শনিবার সকালে শহরের কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, টিআই জাহিদ সরওয়ার, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, কুড়িগ্রাম বাইকার্স ক্লাবের মাহমুদ হোসেন মারুফ, এএসএম কামাল, বোরহান হোসেন বুলবুল, ইশরাত চৌধুরী স্বচ্ছ, জামিউল আহসান হাবীব প্রমুখ।
The Daily surjodoy
অনুষ্ঠানে কুড়িগ্রাম বাইকার্স ক্লাবসহ রংপুর বাইকার্স ক্লাব, রংপুর বাইক রাইডার, দিনাজপুর বাইকার্স, দিনাজপুর রাইডার, ঠাকুরগাও বাইক রাইডার, পঞ্চগড় রাইডার ক্লাব, সৈয়দপুর বিডি রোলিং টুলস, লালমনিরহাট বাইকার্স কমিউনিটি, গাইবান্ধা স্পোর্টস বাইকার্স সেন্টার, পলাশবাড়ী বাইকার্স ক্লাব, গোবিন্দগঞ্জ বাইকার ক্লাব ও গোবিন্দগঞ্জ ক্যাফে রেসার।
The Daily surjodoy
বিরুপ প্রকৃতির কারণে কুড়িগ্রামসহ ১৩টি বাইকার্স ক্লাবের মনমুগ্ধকর রোলিং র্যালিটি স্থগিত ঘোষনা করা হয়।
Leave a Reply