মারুফ হাসান(পাঁচবিবি)উপজেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আইমারসুলপুর ইউপির শিমুলতলী দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর উপর অবস্থিত ব্রীজটির পশ্চিম পাড়ের গোড়ার মাটি কয়েকদিনের বৃষ্টির পানির স্রোতে ভেঁঙে যাওয়ায় ঝুঁকির মুখে পরেছে ব্রীজটি। ঝুঁকিপূর্ণ এই ব্রীজটি দ্রুত সমস্যার সমাধান চেয়ে এলাকাবাসীরা ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখেন।
Surjodoy.com
এমন খবর পেয়ে শনিবার (২৯ মে) দুপুরে ওই ঝুঁকিপূর্ণ ব্রীজটি দ্রুত সমাধানের জন্য সরজমিন পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
The Daily surjodoy
ব্রিজটি পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, নির্বাহী অফিসার বরমান হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইযুম,থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনুসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
The Daily surjodoy
বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর জেলা অফিসের তত্বাবধানে সম্প্রতি নদীটি পূনঃখননের কাজ শুরু করলেও এখনও চলমান আছে। নদীটি পূর্ণঃখনন কাজটি চলছে ধীর গতিতে এতেও ক্ষতির মুখে পড়েছে শতশত কৃষকরা
The Daily surjodoy
অপরদিকে উপজেলা প্রকৌশলী আব্দুল কাইযুম দাবী করে বলেন,পানির স্রোতে নদীর পাড় ভেঙ্গে গেলেও ব্রীজের উপর দিয়ে চলাচলে কোন প্রকার সমস্যা নেই। তবুও অতিদ্রুত নদীর পাড়টি আবার বাধাঁর ব্যবস্থা করা হবে।
Leave a Reply