নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত ইডেন চাইনিজ রেষ্টুরেন্টের নৈশপ্রহরী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসিন্দা আতাউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Surjodoy.com
শনিবার (২৯ মে) সকালে হোটেলের ভিতর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আতাউর জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউপির চকমহিতুল গ্রামের আহম্মদ মণ্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকায় বসবাস করে আসছিলেন।
The Daily surjodoy
ইডেন চাইনিজ রেষ্টুরেন্টেরের ম্যানেজার মুনজুরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে হোটেল বন্ধ করে আমি বাসায় চলে যাই। শনিবার সকাল সাড়ে ৭ টায় রেস্টুরেন্টের এক বাবুর্চি এসে নিহত আতাউর রহমানকে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ না পেলে। পরে ওই বাবুর্চি বিষয়টি আমাকে জানালে আমি রেষ্টুরেন্টে এসে তালা ভেঙে ভেতরে ঢুকে অনেক খোঁজাখুঁজির পর কাপড়ের ভিতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই।
The Daily surjodoy
তিনি আরও জানান, নিহত আতাউর রহমান দীর্ঘদিন যাবৎ এই রেষ্টুরেন্টের নৈশ প্রহরীর কাজ করে আসছিল। কিন্তু নিহত আতাউর রহমানের সাথে রেস্টুরেন্টের সহকারী রাঁধুনি বাদল নামে একজন তার সাথে রাতে থাকতো। এ ঘটনার পর থেকে বাদল এখনো নিখোঁজ রয়েছেন।
The Daily surjodoy
এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল জানান, নিহত আতাউর রহমান এবং ওই রেষ্টুরেন্টের সহকারী রাঁধুনি বাদল রাতে একসঙ্গেই ছিল। আজ সকালে প্রধান রাঁধুনি রেষ্টুরেন্টে আসলে আতাউরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রেষ্টুরেন্টের তৃতীয় তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মরদেহটির শরীরের ধারালো ছুরি দিয়ে শরীর জুড়ে খোঁচানোর চিহ্ন পাওয়া যায়।
The Daily surjodoy
নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, শহরের প্রাণকেন্দ্রে এমন আলোচিত ঘটনাটি গুরুত্বের সহিত দেখছে পুলিশ। পাশাপাশি যৌথ তদন্ত শুরু করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। রাজশাহী সিআইডি ফরেন্সিক বিভাগের একটি দল ঘটনাস্থলে এসে তদন্ত শেষে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
The Daily surjodoy
পুলিশ সুুপার আরও জানান,ঘটনার পর থেকে পলাতক সহকারি বাবুচি বাদলকে গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে। বাদলকে গ্রেপ্তার করা সম্ভব হলে। এই মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে আশা করা হচ্ছে।
Leave a Reply