
ভূরুঙ্গামারীতে সার্ভার জটিলতায় ব্যহত হচ্ছে জন্ম নিবন্ধনের কাজ
বিশেষ প্রতিনিধিঃ
Facebook Twitter share
সার্ভার জটিলতার কারণে, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৫ নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদে, গত ৩ দিন যাবৎ জন্ম নিবন্ধনের কাজ থমকে আছে। গত ৩ দিনে ইউনিয়ন পরিষদটিতে সর্বমোট জন্ম নিবন্ধনের কাজ হয়েছে মাত্র ১০ টি।
Surjodoy.com
রবিবার (৩০ মে) সরেজমিনে ৫ নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদটির যেই কক্ষে জন্ম নিবন্ধনের যাবতীয় কাজ সম্পাদিত হয়, সেই কক্ষের সামনে মানুষের উপচে পড়া ভীড়। তাদের অভিযোগ, গত তিনদিন ধরে জন্ম নিবন্ধন বা জন্মসনদ সংশোধনের জন্য পরিষদে আসলেও, সার্ভার জটিলতায় তাদের জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজগুলো হচ্ছেনা।
The Daily surjodoy
এবিষয়ে উক্ত পরিষদের সচিব জাহাঙ্গীর আলম জানান, গত তিনদিন ধরে কোনভাবেই জন্ম-নিবন্ধনের সার্ভারটিতে ঢোকা যাচ্ছেনা। কোনভাবে ঢোকা গেলেও, দিনে ২-৩ টির বেশি জন্ম-নিবন্ধন সংক্রান্ত কাজ করা যাচ্ছেনা। কিন্ত বিষয়টি কোনভাবেই পরিষদে আসা মানুষদেরকে বোঝানো যাচ্ছেনা।
The Daily surjodoy
এমনকি রবিবার সকালে একপর্যায়ে পরিষদে কর্মরত ব্যক্তিদের সাথে, যারা জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে এসেছেন, তাদের মধ্যে বাকবিতন্ডার সূত্রপাত হয় এবং এক সময়ে সেটি হাতাহাতির পর্যায়ে চলে যায়। তখন সচিব জাহাঙ্গীর আলমের মধ্যস্ততায় বিষয়টির মিমাংসা হয়।
The Daily surjodoy
সচিবের অভিযোগ, সার্ভার ডাউন থাকলে, কারও পক্ষেই জন্ম নিবন্ধনের কাজ করা সম্ভব নয়। এছাড়া যখন সার্ভার খুলে যায়, তখন বিদ্যুৎ থাকেনা। তাই তিনি এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply