কুড়িগ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোর একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি শামীম গ্রেফতার হয়েছে।
Surjodoy.com
গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে’২১ সোমবার সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ারের নেতৃত্বে ১৬টি মামলার পলাতক আসামী আসিফ ইকবাল ওরফে শামিম (৩৮)কে বেলা আনুমানিক ১টার দিকে হিরোইন সহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
The Daily surjodoy
গ্রেফতার অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেয় এসআই আমিনুল, এএসআই এএসআই শাহীন ও এএসআই শহীদ নূর মোহাম্মদ।
The Daily surjodoy
জানা গেছে, অসংখ্য মামলার পলাতক এ আসামি শামীম জেলা সদরের রৌমারী হাসপাতাল পাড়ার সাইফুল ইসলামের পুত্র।
Leave a Reply