ডেস্ক : ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) করোনার ভয়াবহ থাবা পড়েছে। একদিনে ৩৩ জন সদস্য আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আজ রোববার গণমাধ্যমটি জানায়, এনিয়ে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীতে মোট আক্রান্তে সংখ্যা বেড়ে ৯৪৪ জনে দাঁড়ালো। ভারত জুড়ে মৃত্যু হয়েছে পাঁচ বর্ডার সিকিউরিটি ফোর্স জওয়ানের।
ঝাড়খণ্ডে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নয়জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার সরাইকেলা খারসাওয়ান জেলায় ১১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে রয়েছেন ছুটি কাটিয়ে কাজে যোগ দেয়া ৯ সিআরপিএফ সদস্য। তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এদিকে গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯ হাজার ৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৮৫৯। মৃত্যু হয়েছে ৪১০ জনের। ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ১১২ জনে দাঁড়িয়েছে।