পরিস্কার পরিচ্ছন্নতা ছাড়াই চলছে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটি
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
বৈশিক মহামারি করোনাভাইরাস কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সরকারি বিধিনিষেধ থাকলেও করোনা কালিন সময়েও সরকারি সকল নির্দেশনা অমান্য করে পরিস্কার পরিচ্ছন্নতা ছাড়াই চলছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।
Surjodoy.com
সরজমিনে গিয়ে দেখা যায়,যেখানে মানুষের চিকিৎসার সর্বোচ স্থান যার নাম হাসপাতাল সেখানেই যেন প্রতিনিয়তই নতুন নতুন রোগের জন্ম দেয়া হচ্ছে। যেমন এ হাসপাতালের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসপাতালটির বহু পুরনো ব্যবহারিক নোংরা ব্রেড, দুর্গন্ধ খোলা ম্যানহল,ময়লা আবর্জনা ও রোগীদের জন্য সরকারি বরাদ্দকৃত তালিকা অনুযায়ী খাবারের মানসহ নানান সমস্যায় জর্জরিত এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।
The Daily surjodoy
হাসপাতালের উর্ধতণ কর্মকর্তা একজন নাম প্রকাশে আনইচ্ছুক তিনি জানান দীর্ঘ কয়েক বছরধরে কতিপয় একজন সংবাদ কর্মী পরিচয় দাতা হাসপাতালটিতে খাবার সরবরাহ করে আসছেন। তার প্রভাবে রোগীরাও পাচ্ছে না সরকারি তালিকা অনুযায়ী রোগীদের বরাদ্দকৃত খাবার।
The Daily surjodoy
এমন অভিযোগে জাতীয় দৈনিক সূর্যোদয় অনুসন্ধান চালিয়ে গোপনে আরও জানতে পারে সাংবাদিক পরিচয়ের পাশাপাশি স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি তাই নজরদারীও নেই উর্ধতন কর্মকর্তারদের।
The Daily surjodoy
অভিযোগ বিষয় গুলো জাতীয় দৈনিক সূর্যোদয় গুরুত্বের সহিত নিয়ে প্রকাশ্যে অনুসন্ধান চালাতে সরাসরি হাসপাতালে প্রবেশ করে প্রতিবেদক এমনই অবস্থায় হাসপাতালটির চিত্র ধারণ করতে গেলে হঠাৎই দেখতে পায় এ স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহারিক এ্যাম্বুলেন্স ড্রাইভার রায়বুল ইসলাম মুকুল সে প্রতিনিয়তই করোনা রোগী,জরুরী রোগীসহ বিভিন্ন সাধারণ রোগী বহন করে থাকে কিন্তু তারই নিজেরই নেই কোন সুরক্ষা পোশাক এমনকি তিনি ঠিক মতো তার মাস্কটিও পড়তে পারেননা এমন প্রশ্ন তাকে করলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যান।
The Daily surjodoy
এমন নানা সমস্যার পাশাপাশি এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে পানি সরবরাহের ব্যবস্থা থাকলেও পাম্প মোটর বন্ধ থাকাই পাইপ লাইন জ্যাম,ব্যবহারিক রোগীদের জন্য অপরিষ্কার টয়লেটসহ নানান সমস্যায় জর্জরিত বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মরত শ্রমিকসহ হাসপাতালের ভর্তিরত বেশকয়েক জন রোগী ও তাদের অভিভাবকরা।
The Daily surjodoy
এসব সমস্যার বিষয় গুলো নিয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) রাধেশ্যাম আগরওয়ালার সাথে কথা বলতে গেলে তিনি জাতীয় দৈনিক সূর্যোদয়ের সাংবাদিকের উপস্থিতি তেড় পেয়ে প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে অশিকার করেন। পরে তিনি ক্যামেরা ছাড়াই বলেন বিষয়টি আপনারা দেখেছেন আমিও বিষয় টি দেখবো তার দেয়া বক্তব্যটি গোপন ক্যামেরায় বন্দি করা হয়। বিস্তারিত আরও আসছে—-
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..