
ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার প্রবর্তনের ঘোষণা
রেখা মনি ,নিজস্ব প্রতিবেদক:
Facebook Twitter share
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের সৌজন্যে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছে।
Surjodoy.com
এ উপলক্ষে ৪ জুন শুক্রবার সকাল ১০ টায় পাঠাগার কক্ষে সংবাদ সম্মেলনে পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া এ ঘোষণা দেন।
The Daily surjodoy
প্রতিবছর ২৭ সেপ্টেম্বর কবির মৃত্যুদিনে এ পুরস্কারের জন্য মনোনীত একজন শিশু সাহিত্যিকের নাম ঘোষণা করা হবে। ২৭ ডিসেম্বর কবির জন্মদিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।
The Daily surjodoy
পাঠাগারের সভাপতি প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায় জানান, পুরস্কার প্রদানের প্রথম বছরে কবিপত্নি কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।
The Daily surjodoy
এবছর সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কারের জন্য ২০২০ সালে বাংলায় প্রকাশিত ১ম সংস্করণের শিশুকোষ ৫ কপি বই; ছড়া, গল্প, নাটক, অনুবাদ সাহিত্য ১৫ জুলাইয়ের মধ্যে সাধারণ সম্পাদক, গীতিকার তৌহিদ উল ইসলাম পাঠাগার, ফুলবাড়ী, কুড়িগ্রাম এই ঠিকানায় পাঠানোর জন্য শিশু সাহিত্যিকদের প্রতি আহ্বান জানানো হয়।
The Daily surjodoy
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সহকারী লাইব্রেরীয়ান হাবিবুর রহমান দুলাল
The Daily surjodoy
এ সময় উপস্থিত ছিলেন সৃষ্টি টিভির সাংবাদিক মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),হেলাল উদ্দিন, উত্তম কুমার মহন্ত,নূরনবী সরকার,রতিকান্ত রায় প্রমুখ ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply