কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সভাপতি-কোষাধ্যক্ষ গ্রেফতার
মিজানুর রহমান মিজু নিজস্ব প্রতিবেদকঃ
| ০৪ জুন ২০২১ | ১০:০৭ অপরাহ্ণ
কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সভাপতি-কোষাধ্যক্ষ গ্রেফতার
FacebookTwitterShare
জামালপুর সদর উপজেলায় কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে স্থানীয় একটি সমিতির সভাপতি ও কোষাধ্যক্ষকে গ্রেফতার করেছে জামালপুর জেলা সিআইডি। ৪ জুন টেকনিক্যাল সার্পোট ও ম্যানুয়েল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে বারুয়ামারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
surjodoy.com
গ্রেফতাররা হচ্ছেন- মিনা হামিদ (৩৮) ও আনোয়ার হোসেন (২৪)। সমিতিটির নাম পশ্চিম চরপাড়া মোড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। মিনা হামিদ সভাপতি ও আনোয়ার হোসেন কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতেন সমিতিটিতে। তাদের দু’জনের বাড়িই সদর উপজেলারই চরপাড় গ্রামের
The daily Surjodoy
গত ২৫ জামালপুর সদর থানা হওয়া এ সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। তারা নিজেদের দোষ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে সিআইডি। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সিআইডির এসআই মহির উদ্দিন খান।
The Daily surjodoy
সিআইডি বলছে, ওই এলাকায় সমিতিটি গঠন করে একটি চক্র। লোভনীয় মুনাফার প্রস্তাব দিয়ে দুই শতাধিক ব্যক্তিকে সেই সমিতির সদস্য করা হয়। এরপর এসব সদস্যের কাছে থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়া হয়। সম্প্রতি লভ্যাংশের টাকা চাইতে গেলে সদস্যদের নানা হুমকি দেয় চক্রটি। উপায় না পেয়ে ভুক্তভোগীরা সিআইডি জামালপুরে একটি অভিযোগ দেয়, পরবর্তীতে এ বিষয়ে সদর থানায় মামলাটি হয়।
The Daily surjodoy
জামালপুর সিআইডি’র ইনচার্জ ও সিনিয়র সহকারি পুলিশ সুপার এস.এম মনসুর মূসা জানান, এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
Leave a Reply