কুড়িগ্রামের চিলমারীতে কম্পিউটারে পর্ণগ্রাফি রাখার দায়ে মইনুল ইসলাম(২৫) ও জাহিদুল ইসলাম(২৪) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
আটক মইনুল ইসলাম উপজেলার কিশামত বানু বালাবাড়ি হাট এলাকার আলম বাদশার পুত্র। এবং জাহিদুল ইসলাম মাটিকাটা মোড় এলাকার নছির আলীর পুত্র।
Surjodoy.com
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানাহাট ইউনিয়নের পাম্পের মোড়ে রাফিদ ডিজিটাল স্টুডিওতে অভিযান পরিচালনা করে কম্পিউটার এর মধ্যে পর্ণোগ্রাফি রাখিয়া এলাকার যুবক ও কিশোরদের নিকট অশ্লীল ভিডিও সরবরাহের দায়ে মইনুল ইসলাম(২৫) ও জাহিদুল ইসলাম(২৪)কে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে পিসি,মনিটর,কি বোর্ড জব্দ করা হয়।
The Daily surjodoy
এব্যাপারে শুক্রবার দুপুরে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,২০১২ অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।