নান্দাইলের জাহাঙ্গীরপুরে প্রতিনিয়ত জমে উঠেছে পানের বাজার
নিজস্ব প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
Facebook Twitter share
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীর পুর বাজারে প্রতিনিয়ত জমে উঠেছে এক বিশাল পানের বাজার দূরদূরান্ত ও বিভিন্ন স্থান হতে ক্রেতা ও বিক্রেতাগণের প্রচুর উপস্থিতি লক্ষ করা যায়।
Surjodoy.com
ক্রেতা ও পান চাষিদের মধ্যে সুলভ আচরণের ভিত্তিতে দর কষাকষির মাধ্যমে পান বিক্রয় হয় ।
এতে দূর-দূরান্ত হতে আগত ক্রেতাগণ স্থানীয় পান চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে পান ক্রয়-বিক্রয় করতে পারেন
The Daily surjodoy
এতে পাইকার ও পান ক্রেতাদের প্রতি পান চাষীরা খুশিতে আত্মহারা চাষিরা মনের আনন্দে বিভিন্ন এলাকা থেকে পান নিয়ে আসেন বাজারে নায্য মূল্য বিক্রয় করতে।
এতে পান চাষিরা পানের সঠিক মূল্য পেয়ে প্রতিদিনের মতো প্রতি নিয়ত সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যথারীতি পানবাজারে পান নিয়ে আসেন চাষিরা ।
The Daily surjodoy
ক্রেতারাও প্রতিদিনের মত পান চাষীদের কাছ থেকে ক্রয় করেন তাদের পছন্দের চাহিদা অনুযায়ী পান পরে গন্তব্যস্থলে নিয়ে যান ।
এতে করে বিভিন্ন স্থানের ক্রেতাগণ পান ন্যায্যমূল্যে ক্রয় করে নিয়ে যাওয়ায় চাষীদের মধ্যে আগ্রহ বেড়েছে।
The Daily surjodoy
প্রতি দিনের মতো তারা বাজারে পান নিয়ে এসে পাইকার ও ক্রেতাদের প্রতি অনেক খুশি । আনন্দের সহিত দূরদূরান্ত হতে এই বাজারে পান নিয়ে আসে পান চাষী।
The Daily surjodoy
এতে করে আরো আগ্রহ বেড়ে উঠেছে পান চাষিদের মধ্যে সকাল সরেজমিনে ঘুরে দেখা গেল এগারোটা বাজতে না বাজতেই পান চাষিরা পান নিয়ে ব্যস্ত থাকেন পানের এই বাজারে আসতে ।
Leave a Reply