দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দলের সদস্যরা অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আনিছুর রহমান আনিছ(৪৫)
নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (০৯ জুন) বিকাল সাড়ে ৪ টায় জয়পুরহাট সদর উপজেলার পেঁচুলিয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেইটের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
The Daily surjodoy
র্যাব ক্যাম্পের দেয়া তথ্যেতে জানানো হয় জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং সহকারি পুলিশ সুপার ওমর আলী এর নেতৃত্বে (৯ জুন) বুধবার বিকাল সাড়ে ৪ টায় জয়পুরহাট সদর থানাধীন পেঁচুলিয়া পূর্বপাড়া গ্রামস্থ পেঁচুলিয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজাসহ পেঁচুলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অছিমুদ্দিনের ছেলে আনিছুর রহমান আনিছ কে হাতেনাতে আটক করা হয়েছে।
The Daily surjodoy
র্যাব আরও জানাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply