
কুষ্টিয়ায় তিনজনক গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter share
কুষ্টিয়া পৌর শহরে প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে শহরের ৬ নং ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক খুলনার ফুলতলা থানার এএসআই সৌমেন রায়কে অস্ত্রসহ আটক করা হয়েছে।
Surjodoy.com
নিহতরা হলেন- শাকিল (২৮), আসমা (২৫) এবং আসমার শিশুসন্তান রবিন (৫)।
করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
The Daily surjodoy
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,পর পর তিনটি গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে এসে দেখি শিশুসহ তিনজন মাটিতে পড়ে আছে। এর মধ্যে মা ও পাঁচ বছরের শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
The Daily surjodoy
এদিকে এলাকাবাসী ঘাতককে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করে।আটক ব্যক্তির নাম সৌমেন রায়। তিনি খুলনার ফুলতলা থানার এএসআই হিসেবে কর্মরত বলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম জানান,গুলির ঘটনা জানার পর আমরা এলাকায় আসি।
The Daily surjodoy
তিনজনকে গুলি করা হয়েছে। অভিযুক্ত এএসআই সৌমেনকে আমরা আটক করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক তথ্য জানাতে পারব।এবিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply