ভূরুঙ্গামারীতে পুলিশের এ এস আই এর মোটরসাইকেল চুরি;
কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
Facebook Twitter share
ভূরুঙ্গামারী উপজেলায় ১৩ জুন রোববার ভূরুঙ্গামারী থানার এ এস আই এর মোটর সাইকেল চুরি হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
Surjodoy.com
জানা গেছে ভূরুঙ্গামারী থানার এ এস আই রফিকুল ইসলাম ,কলেজ পাড়ায় কামাল হোসেনের বাসায় ভারা থাকতেন।এ অবস্থায় গত ১৩ জুন রোববার রাতে মোটর সাইকেল ওই বাসায় রেখে ঘুমিয়ে পড়েন।পরে দিন সকালে ১৪ জুন সমবার গাড়ির কাছে গেলে গাড়ি দেখতে পায়না।অনেক খোঁজা খুঁজি করেও পায়নি মোটরসাইকেল এর সন্ধান।
The Daily surjodoy
পরে জানতে পারে বাসার গেটে ওই দিন রাতে কেউ তালা লাগায়নি মনের ভুলে।তাই বাসায় ঢুকে মোটর সাইকেল নিতে চোরের সমস্যা হয়নি ।এরকমি মন্তব্য বাসার মালিকের ।
The Daily surjodoy
এ সত্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনর্চাজ আলমগীর হোসেন। বলেন, মোটর বাইকটি উদ্ধারের চেষ্টা চলছে ।