নাটোরে লকডাউন আরও এক সপ্তাহ বাড়লো
অনলাইন ডেস্ক: | ১৫ জুন ২০২১ | ৩:৫৭ অপরাহ্ণ
নাটোরে লকডাউন আরও এক সপ্তাহ বাড়লো
FacebookTwitterShare
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় নাটোরে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত জেলায় লকডাউন কার্যকর থাকবে।
Surjodoy.com
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
The Daily surjodoy
জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যু রোধে নাটোরের দুইটি পৌর এলাকা লকডাউনের আওতায় আনা হয়। কিন্তু জনগণ সামাজিক দুরত্বসহ স্বাস্থ্যবিধি ঠিকভাবে না মানায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই। তাই পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।
The Daily surjodoy
প্রথম দফায় গত ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত লকডাউন দেওয়া হয়। এর মাঝে আজ দুপুরে ১৬ জুন সকাল থেকে সাত দিনের লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।