কুড়িগ্রামে সহস্রাধিক ভূমিহীন ও গৃহহীন ঘর পাচ্ছেন
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
Facebook Twitter share
কুড়িগ্রামে সহস্রাধিক ভূমিহীন ও গৃহহীন ঘর পাচ্ছেন প্রধানমন্ত্রীর। আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এ গৃহ দেয়া হবে।
Surjodoy.com
শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক হল রুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সভায় এ কথা বলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিটিং-র মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন।
The Daily surjodoy
এসময় তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিনসহ উপকারভোগী এবং জেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে কথা বলবেন।
শুক্রবারের সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক শাহাবুদ্দিন, সফি খান, ছানালাল বকসী, শ্যামল ভৌমিক, হুমায়ুন কবির সূর্য প্রমুখ।
The Daily surjodoy
জেলা প্রশাসক জানান, কুড়িগ্রাম জেলায় দ্বিতীয় পর্যায়ে ১হাজার ৭০টি গৃহ নির্মাণ করা হচ্ছে। ২০ কোটি ৩৩লক্ষ টাকা ব্যয়ে এসব গৃহ নির্মাণের কাজের ৭৭ভাগ প্রায় শেষ হয়েছে। বাকীগুলো চলমান রয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলায় শতাধিক,
The Daily surjodoy
নাগেশ্বরীতে ১০টি, ভূরুঙ্গামারীতে ৫১টি, ফুলবাড়ীতে ১০৫টি, রাজারহাটে ৮০টি, উলিপুরে ১৫০টি, চিলমারীতে ৩০০টি, রৌমারীতে ২০১টি এবং চর রাজিবপুরে ৭৩টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এজন্য তাদেরকে জমির দলিল করে দেয়া হয়েছে