ফোন দিলেই করোনা রোগীদের কাছে বিনামূল্যে যাবে অক্সিজেন সিলিন্ডার-পুলিশ সুপার মাছুম আহাম্মদ-ভূঞা-
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
ভারত পার্শ্ববর্তী সীমান্তবর্তী জয়পুরহাট জেলায় গত কয়েক সপ্তাহ থেকে হু হু করে বেড়েই চলেছে করোনাভাইরাস কোভিট-১৯ এর প্রকোপ। এ করোনা প্রকোপ প্রতিরোধে বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন সেবা পৌছে দিতে কার্যক্রম চালু করেছে জয়পুরহাট পুলিশ।
জেলা জুড়ে করোনার এমন পরিস্থিতিতে শুধুমাত্র ফোন করলেই গরীব-অসহায় করোনায় আক্রান্ত রোগীদের বিনামুল্যে অক্সিজেন সেবা পৌছে দিবে জয়পুরহাট পুলিশ।
শনিবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম।
অনুষ্ঠানের উদ্বোধক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-(পিপিএম) বলেন,জেলায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এরফলে করোনা সংক্রমিত রোগীদের বেশিভাগ রোগীদের শ্বাসকষ্ট সমস্যাটিই দেখা দেয়।
এ সংকট মোকাবেলায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জয়পুরহাট পুলিশ সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘন্টায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার মোবাঃ- ০১৭৩৭৫৯৯৬৬৬ এ নাম্বারে ফোন দিলেই জেলার যেকোন প্রান্তে করোনা রোগীদের কাছে পৌঁছে দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন,জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইসতিয়াক আলমসহ জেলা পুলিশের আরও কর্মকর্তা বৃন্দরা।
পরে উদ্বোধনী কার্যক্রম উপলক্ষে জেলার পুলিশ কর্মকর্তা-সদস্য ও জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের মাঝে করোনার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম।
অপরদিকে জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়াই কয়েকদিন থেকে লকডাউন ঘোষনা জাড়ি থাকলেও আজ থেকে জেলার বাড়ায় কালাই পৌরসভা এলাকায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কালাই পৌরসভা এলাকায় বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিধিনিষেধ জাড়ি করেছে কালাই উপজেলা প্রশাসন।