পরীমণির মামলায় ৫ দিনের রিমান্ডে সাভার মডেল থানায় নাসির-অমি
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমনির ধর্ষণ ও হত্যাচেষ্টার দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার (২৩ জুন) রাতে আদালত থেকে তাদের পুলিশের প্রিজন ভ্যানে করে সাভার মডেল থানায় আনা হয়।বর্তমানে আলোচিত এই দুই ব্যবসায়ী সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছেন। রিমান্ডে এই দুই ব্যবসায়ী গুরুত্বপূর্ণ তথ্য দিবেন বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন।
এদিকে, রাতে সাভার মডেল থানায় আসামীরা থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎসুক জনতা রাত থেকে এই দুই আসামী সাভার মডেল থানায় আসবেন জেনে ভীড় করতে শুরু করেন।এর আগে, দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পরিদর্শক মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাভার মডেল থানায় পরীমনির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মামলা দায়েরের পরই ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আজ তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানি শেষে আসামিদের থানায় নেয়া হয় বলেও জানান তিনি।গত ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে পরীমনি অভিযোগ করেন,
সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাঁকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ১৪ জুন পরীমনি বাদী হয়ে সাভার মডেল থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।