একটি মাইক্রোবাস ২ টি প্রাইভেটকারসহ হেরোইন ও ইয়াবাসহ আটক-২
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএমর নির্দেশে জেলা জুড়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালিয়ে ১ টি সিলভার রংয়ের NOAH মাইক্রোবাস ও ১ টি সিলভার রংয়ের CORALLA প্রাইভেটকার,ও একটি সাধা রংয়ের প্রাইভেটকার উদ্ধারসহ ৩ গ্রাম হিরোইন এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৫০) ও নুর আলম লোটন (৪৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(২৪ জুন) দুপুরে উপজেলার আওলাই ইউপির অন্তর্গত জাবেকপুর মৌজাস্থ ভুতগাড়ী তিনমাথা মোড়ের পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন,নওগাঁর মহাদেবপুর উপজেলার কলাবাগান গ্রামের মৃত আজম আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও বগুড়া জেলার মোস্তাইল উপজেলার শাজাহানপুর গ্রামের আলী আকন্দের ছেলে নুর আলম লোটন।
থানা সূত্রে জানাগেছ,জেলা পুলিশ সুপারের নির্দেশে জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি থানার এসআই (নিঃ) সাইফুল ইসলাম,সঙ্গীয় অফিসার ও থানার ফোর্সসহ পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, পাঁচবিবি থানাধীন আওলাই ইউপির অন্তর্গত জাবেকপুর মৌজাস্থ ভুতগাড়ী তিনমাথা মোড়ে পাকা রাস্তার উপর ৭-৮ জন মাদক ব্যবসায়ীরা একটি মাইক্রোবাস ও দুইটি প্রাইভেট কারসহ অবস্থান করিয়া মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ আওলাই ইউপির অন্তর্গত জাবেকপুর মৌজাস্থ ভুতগাড়ী তিনমাথা মোড়ে অভিযান চালিয়ে পাকা রাস্তার উপর থেকে ১টি সিলভার রংয়ের NOAH মাইক্রোবাস ১ টি সিলভার রংয়ের CORALLA প্রাইভেটকার ও একটি সাধা রংয়ের প্রাইভেট কার উদ্ধারসহ ৩ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম ও নুর আলম লোটনকে আটক করে থানায় নেয়া হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) পলাশ চন্দ্র দেব আটকের বিষয়টি নিশ্চিত করে জাতীয় দৈনিক সূর্যোদয়কে বলেন আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনে থানায় মামলা করা হয়েছে। শনিবার সকালে আলামতসহ তাদের আদালতে সোপর্দ করা করা হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..