ভূরুঙ্গামারীতে ২য় দিনের লকডাউনে জনশূন্য বাজার, কঠোর ব্যবস্থায় পুলিশ ও বিজিবি
কাজল,ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ৭ দিনের দেওয়া লকডাউনে প্রথম দিনের মতো ২য় দিনেও জনশূন্য ভূরুঙ্গামারীর মেন প্রান কেন্দগুলো।
বিশেষ প্রয়োজন ছারা শহরে ঢুকছে না সাধারন মানুষ।জামতলা,কলেজ মোড়,বাস টার্মিনাল,কাচাবাজার,মাছবাজারে ছিলো না সেরকম মানুষ।কাঁচাবাজার দোকান মালিকের সাথে কথা বলে জানা গেছে বাজারে ক্রেতা না আসায় কাঁচাবাজারের মাল বিক্রি করতে পারছে না ফলে নষ্ট হয়ে যাচ্ছে অনেক কাঁচামালে গুনতে হচ্ছে লোকসানের টাকা।
ভূরুঙ্গামারী শহর নজরদারিতে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার,উপজেলার ভূমি কর্মকর্তা,কৃষি কর্মকর্তা,পুলিশ,বিজিবি ও আমসার সদস্য বৃন্দ ।
Leave a Reply