রাণীনগরে টিসিবির ডিলারকে জরিমানা
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে টিসিবির পন্য বিক্রিতে অনিয়মের দায়ের ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে ডিলার জাকির হোসেনকে এই জরিমানা করা হয়। এছাড়া একই দিন লকডাউনের নির্দেশনা অমান্য করায় ৬ জনকে ১হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান,সদর বাজারে টিসিবির পন্য সবগুলো বিক্রি না করে ডিলার জাকির হোসেন অন্যত্র নিয়ে যাচ্ছিল।
ঘটনাটি নজরে আসলে সাথে সাথে গাড়ী আটক করে অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইনে ডিলার জাকির হোসেনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশা-পাশি বরাদ্ধকৃত পন্যগুলো খোলা বাজারে জনতার মাঝে বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ডিলার জাকির হোসেন উপজেলার খট্রেশ্বর গ্রামের মটর শাহার ছেলে ।
অপর দিকে চলামন লকডাউন বাস্তবায়ন করতে ৬ষ্ঠ দিনে ৬জনকে জরিমানা করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা সুমান্ত কুমার মাহাতো এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মোট ৬জনকে ১হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।