বিপুল পরিমাণ ইয়াবাসহ সাবেক পৌর কমিশনার আটক
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ৩৩০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আলমগীর হোসেন (৩৯) এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আলমগীর হোসেন (৩৯) উপজেলার বোয়ালি আদালত পাড়া মৃত আনোয়ার হোসেনের ছেলে।সে মধুপুর পৌরসভার সাবেক কমিশনার বলে জানা গেছে।কিছুদিন আগে তার স্ত্রীও মাদকসহ গ্রেফতার হয় বলে র্যাব সূত্রে জানা যায়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২, সিপিসি-৩,টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব কমান্ডার জানান,র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মমিনপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারির কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা একটি মোটরসাইকেল,একটি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ এক লাখ ৬৯ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..