পরিণীতা”
শেখর চন্দ্র সরকার।
কে বোঝে মনের ব্যথা
কে আছে স্বজন।
কে আমার স্বপ্ন নিয়ে
করে শুধু খেলা।
ভালবাসতে গিয়ে শুধু
পেয়েছি অবহেলা।
নিঃশর্ত অঙ্গীকার
জোড়তে পারে প্রেম।
প্রশ্ন উঠে প্রতিনিয়ত
জীবনের বৃত্তে বন্দী মন।
কে জানে অচিন পাখি
দুঃখ নাকি সুখে দিশেহারা।
জীবন নামের চরিত্র মঞ্চে
সাবলীল অভিনয় করে চলা।
অভিনয়ের কান্নাতেউ
থাকে কতনা আবেগ,অনুভুতি।
মঞ্চস্থ এই কান্নাকে
বাস্তবতার কান্নাও হারিয়ে দেয়।
জ্বলন্ত আগুন শুধু
পোড়াতেই শিখেছে।
চোখের ক্ষুধা মিটিয়েছি
কৃষ্ণচুড়ার অনাবিল সুন্দর্যে।
কি আশ্চর্য জীবন
প্রতিটি মুহূর্ত যেন শেখার নেশায়।
অবহেলা করবার সুযোগ কোথায়
জীবনের কবিতা’য় তুমিই পরাজিতা।
আমি করবো নতুন কিছু আবিষ্কার
তুমি চেয়ে চেয়ে দেখবে পরিণীতা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..