ডেস্কঃ
করোনায় আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা কী করে হয়, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। এ ক্ষেত্রে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশনে আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা। গতকাল বিরোধী দলীয় নেতার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, ২০ কোটি থাকা খাওয়ার বিল বেশি। আমরা পরীক্ষা করছি। আজ প্রধানমন্ত্রীর সেই কথাকে চ্যালেঞ্জ করলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সংসদে দাড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া তথ্যকে ভুল বললেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজে যেটা আমি খবর নিলাম, ৫০টি হোটেল ভাড়া হয়েছে। ৩৭০০ লোক ওখানে থেকেছে একমাস। আমি কাল রাতে হিসেব করে বের করেছি, ১১০০ টাকা প্রতি রুমে ভাড়া রয়েছে। আরও বলেন, আর খাওয়ার খরচ যেটা বললেন, সেটা সঠিক নয়। ৫০০ টাকা বিল ৩ মিলের জন্য। ব্রেকফার্স্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য ৫০০ টাকা। যে হিসেবটা দিলেন সেটা ভুল।