র্যাবের পৃথক অভিযানে ১৬ জন আটক
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়ি ও ৫ জন মাদকসেবীকে আলামত আটক করেছে র্যাব।
শনিবার (১০ জুলাই) বিকেল থেকে সন্ধা পর্যন্ত নওগাঁ জেলার ধামইরহাট ও জয়পুরহাট সদর উপজেলায় পৃথক এ অভিযান চালিয়ে তাদের আটক করে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্প কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানানো হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির,(ই), বিএন এবং স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এর নেতৃত্বে ১০ জুলাই শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন দক্ষিন জাহানপুর এলাকা থেকে ২ প্যাকেট তাস, নগদ ৩,১৫০ টাকা,প্লাষ্টিকের ২ টি চটসহ জাহানপুর কলোনীপাড়া গ্রামের ছিপ উল্লাহর ছেলে ইলিয়াছ মন্ডল (৩৮),নানাইচ গ্রামের মৃত. মোকছেদ আলীর ছেকে লুৎফর রহমান (৪৫), উত্তর চকযদু গ্রামের মৃত.সিরাজুল হক সিদ্দিকীর ছেলে খোকন সিদ্দিকী (৫২),পশ্চিম জাহানপুর গ্রামের মৃত. জালাল উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৬), শৈল্পী বাজারের মৃত.হরেন্দ্রনাথ পালের ছেলে শ্রী বাসুদেব চন্দ্র পাল (৫২), কোকিল (মৌলভীপাড়া) গ্রামের মৃত. ফয়েজ মন্ডলের ছেলে রতন হোসেন (২৬), একই গ্রামের মৃত. আহম্মদ আলীর ছেলে শাহজাহান আলী (৩১), আলফত আলীর ছেলে মাসুদ রানা (৪০), হরিতকি ডাঙ্গা গ্রামের লতিফুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (৩০), ও একই গ্রামের যগেন্দ্রনাথ মাঝির ছেলে রতন মাঝি (৩৫), পিতা-শ্রী যগেন্দ্রনাথ মাঝি ও আব্দুল জলিলের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) কে জুয়া খেলার অপরাধে আটক করা হয়।
অপরদিকে জয়পুরহাট জেলার সদর থানাধীন দোগাছী ইউনিয়ন পরিষদের সামন থেকে এবং পৌর শহরে বিশ্বাসপাড়া ৯ নং ওয়ার্ডের ডাক বাংলো লিংক রোডের রেল লাইনগামী পাকা রাস্তার পূর্ব দিক থেকে মাদকসেবী আসামী দোগাছীর মৃত গোলাম মোতালেবের ছেলে আনোয়ার হোসেন (৫০), জব্বার মন্ডলপাড়া এলাকার নাজমুল আহসানের ছেলে সাজিদ আহমেদ (২১), গুয়াবাড়ীঘাট ঘোনাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আঃ ওয়াদুদ খান (৩৫),গাওরাইল গ্রামের ললিত চন্দ্র এক্কারের ছেলে চৈতন্য এক্কার (২৯), ও গৌরিপাড়া এলাকার মৃত রবিচরণের ছেলে গীরেন রবিদাস (৫০) কে মাদক সেবনের অপরাধে আলামতসহ হাতেনাতে করে জয়পুরহাট র্যাব-৫ সদস্যরা।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁর ধামইরহাট থানায় প্রকাশ্য জুয়া খেলার আইন-১৮৬৭ এবং জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির, (ই), বিএন ও স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান,বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..