
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে নতুন বাঁধ সহ ঝুকিতে এলাকাবাসী
আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামরী উপজেলা গনাইরকুঠি মৌজায় দুধকুমার নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে কিছু অসাধু স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীরা।
অবৈধভাবে ড্রেজার দিয়ে বারবার বালু উত্তোলন করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা।উত্তোলন কারিদের মনেই নেই যে নদীর নিকটবর্তী রাস্তাঘাট এবং ঘর-বাড়ি ভাঙ্গনের মুখে পড়েছে।
নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি। সোনারহাট ব্রীজের দুপাশে নদীর তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হলেও এখন বালু তোলার ফলে তীব্র ঝুঁকিতে রয়েছে বাঁধ সহ আপেপাশের এলাকা।
এ ভাঙ্গনের ফলে লক্ষ লক্ষ টাকা দিয়ে যে বাঁধ নির্মাণ করেছে সরকার তা নিমেষেই ধুলোর মতো নদীতে মিশে যাবে সরকারকে গুনতে হবে লোকসানের টাকা।
স্থানীয়দের দাবী বসত ভিটা,আবাদি জমি,রাস্তাঘাট ও বাঁধ রক্ষাতে উপজেলা প্রশাসনকে জোর দাবী জানীয়েছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply