পার্বতীপুরের আমবাড়িতে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে চলছে জমজমাট গরুর হাট;
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
সরকারী আদেশ অমান্য করে পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে লকডাউন উপেক্ষা করে চলতে গরুর হাট।
দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরুর হাট আমবাড়ী। সপ্তাহে সোমবার ও শুক্রবার এই দুই দিন চলে গরুর হাট। দেশে ভয়াবহ করোনা ভাইরা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সমাগম এড়াতে এবং সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখে ও মাক্স ব্যবহার করে।
কিন্তু আমবাড়ী গরু হাটে মানছেনা স্বাস্থ্য বিধি। গাদাগাদি করে চলে গরু ক্রয় বিক্রয়। শুধু গরু ক্রয় বিক্রয় হয়না সেখানে ছাগল ভেড়া, হাঁস, মুরগি সহ সব রকম গৃহপালিত পশু-পাখি ক্রয় বিক্রয় করা হয়। কিন্তু হাট ইজারাদার মোঃ মিজানুর রহমান সকাল ৮টা থেকে সারাদিন চালানোর চেষ্টা করেন।
এ দিকে পাবর্তীপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাশিদ কায়সার রিয়াদ গতকাল সোমবার হাটে জনসাধারণের সমাগম এর খবর পেয়ে হাটে এসে হাট বন্ধ করে দেন।
এ দিকে হাট ইজারাদারের লোকজন বলছেন, সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুসরন করে আমরা হাট চালচ্ছি।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি সাংবাদিককে জানান, সরকারের নির্দেশ উপেক্ষা করে হাট চালালে আইনগত ব্যবসা নেওয়া হবে। আমি হাটে গিয়ে ১১ টার ২ মিনিট আগে হাট বন্ধ করার নির্দেশ দিয়েছি ইজাদারকে।
Leave a Reply