আমান উল্লাহ:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৬০) ও ময়েজ উদ্দিন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (১২ জুলাই) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাথর বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিলো। ট্রাকটি ফাঁসিতলা এলাকায় পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়।
সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপে থাকা আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এসময় আহত হন আরও তিনজন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। নিহত এবং আহত ব্যক্তিগণ সাভারের বাসিন্দা।