ভূরুঙ্গামারীতে লকডাউনের শেষ মূহুর্তেও থেমে নেই গ্রীন ভয়েস এর মাস্ক, লিফলেট ও প্রচার প্রচারনা
আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় মহামানী করোনা ভাইরাস সর্তকতায় ১৩ জুলাই মঙ্গলবার ১৯ জনের করোনা টেস্টে ৭ জনের রেজাল্ট পজেটিভ আসে।
জাতীর এই দূর সময়ে ভূরুঙ্গামারীতে ১৪ জুলাই বুধবার সামাজিক একটি সংগঠন(গ্রীন ভয়েস) জন সাধারনের উদ্দেশ্যে হ্যান্ড মাইকে করোনা সর্তকতায় চলা ফেরা করার জন্য অনুরোধ জানয়। মাস্ক পড়ার বিকল্প আর কিছুই নেই নিজেকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক পড়াটা খুবই গুরুত্বপূর্ণ।অনেকেই সঠিকভাবে মাস্ক পড়তেছে না তাই জন সাধারণকে উৎসাহ করাই যেনো গ্রীণ ভয়েসের লক্ষ। এর আগেও এই সংগঠনটি মহামারী করেনা সর্তকতায় মানুষের জন্য অনেক করে ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন ওসি ভূরুঙ্গামারী থানা।আরো উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সদস্যবৃন্দ।
Leave a Reply